স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের অপেক্ষার প্রহর গুণছে পুরো দেশবাসী। দেশ ও জাতির এ অানন্দঘন মুহুর্তকে স্মরণীয় করে রাখতে দেশের বিভিন্নস্থানে আনন্দ শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠান পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল (শুক্রবার) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারস্থ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার কার্যালয়ে জরুরি এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি রতন বসাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী রাম সরকার, শ্রী তুষার কান্তি সাহা, শ্রী অসীম ভট্টাচার্য, শ্রী উত্তম দত্ত; শ্রী কৃষ্ণ সূত্রধর সহ-সাধারণ সম্পাদক, শ্রী রবীন্দ্রনাথ দাস সহ-সাধারণ সম্পাদক, শ্রী রাম ফৌজদার কোষাধক্ষ্য, শ্রী দীপক কুমার মুখার্জি সাংগঠনিক সম্পাদক, শ্রী রাজেশ দত্ত সহ-সাংগঠনিক সম্পাদক, শ্রী ভরত সাহা প্রচার সম্পাদক,শ্রী তপন বসাক আইন বিষয়ক সম্পাদক, শ্রীমতি দীপিকা রানী বসাক মহিলা বিষয়ক সম্পাদক সম্পাদক, শ্রী পার্থ কুমার সাহা গণসংযোগ সম্পাদক, সমীর দত্ত সাংস্কৃতিক সম্পাদক, শ্রী গৌরাঙ্গ সাহা সহ পূজা সম্পাদক, সম্মানিত কার্যকরী সদস্য জনার্দন বসাক, আনন্দ সাহা, বিশ্বজিৎ সাহা, দীপক বসাক, দিনু কুন্ডু, পলান পাল, প্রবীর কুন্ডু, মানিক সাহা, সুব্রত মুখার্জি লিখন প্রমূখ।
উক্ত জরুরি প্রস্তুতি সভায় আলোচনায বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, পদ্মা সেতু আমাদের গোটা জাতির অহংকার ও সক্ষমতার প্রতীক। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের যোগাযোগ, শিল্প ও অর্থনীতির ক্ষেত্রে বিপ্লব ঘটাতে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি পায়রা সমুদ্রবন্দরসহ শিল্প-কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখবে পদ্মা সেতু। এটা আমাদের পরম পাওয়া।'
এদিকে, আগামীকাল (শুক্রবার) সকাল ১০ টায় শাহজাদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে শোভাযাত্রা সফল ও সাফল্যমন্ডিত করতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ আপামর শাহজাদপুরবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক মানিক সরকার।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০
সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...
আন্তর্জাতিক
করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন
ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...
জাতীয়
শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...
অর্থ-বাণিজ্য
নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি
ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন...
অর্থ-বাণিজ্য
খরস্রোতা করতোয়া শুকিয়ে এখন ফসলের মাঠ!
শামছুর রহমান শিশির : ভারতের মরুকরণ প্রক্রিয়ার যাতাকলে পড়ে এক সময়ের প্রবলা, প্রমত্তা, প্রগলভা, সমুদ্রের যোগ্য সহচারী, স্র...
অপরাধ
শিমুল হত্যা: আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্ত্রী।
অনলাইন নিউজ এডিটর : সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার ১৭ মাস পার হলেও এখনও বিচার শুরু হয়নি। এতে চরম উদ্বেগ, উৎকন...
