

দেশের তাঁত ও গবাদী শিল্পের কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জ -০৬ (শাহজাদপুর) শূন্য আসনের উপ-নির্বাচনকে ঘিরে শাহজাদপুরে রীতিমতো উৎসব শুরু হয়েছে। বিশেষ করে এবার সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে আলাদা আমেজ তৈরী হয়েছে। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথেই শেষ মুহূর্তের প্রচারণায় মেতে উঠেছেন প্রার্থীরা। ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) শূন্য আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণভাবে ও উৎসবমূখর পরিবেশের মধ্যে শাহজাদপুরের সকল ভোটকেন্দ্রে ভোটারগণ যেনো যেতে পারেন ও নিজেদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য আইন শৃংখ্যলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্বা ব্যবস্থা জোরদার ও পুরো নির্বাচনী এলাকা সার্বক্ষণিক মনিটরিং করছেন। নির্বাচনে বিএনপি কোন প্রার্থী না দিলেও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতাসহ মোট ৩ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করছেন। অপর প্রার্থীরা হলেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মোঃ মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মটরগাড়ি প্রতীকের এ্যাড. হুমায়ুন কবির। নির্বাচনকে ঘিরে ৩ জন এমপি প্রার্থীই তাদের প্রচার প্রচারণা করছেন। শেষ মুহুর্তের প্রচার-প্রচারণায় উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ৪ লাখ ২০ হাজার ৮’শ ৭০ জন ভোটারের মন জয় করতে নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা ভোটারদের দ্বারে দ্বারে ক্লান্তিহীন ছুটে চললেও অপর দুই প্রতিন্দন্দ্বী প্রার্থী লাঙ্গল প্রতীকের মো: মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মটরগাড়ি প্রতীকের এ্যাড. হুমায়ুন কবির নির্বাচনী মাঠে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে ব্যার্থ হয়েছেন। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রচার প্রচারণায় এগিয়ে রাখছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতাকেই। তাদের মতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে। তাই নৌকার বিজয় সুনিশ্চিত। অপরদিকে তুলনামূলক সাংগঠনিক ভাবে অনেকটা জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন একক ভাবে প্রচার প্রচারণায় আসলেও জনগণের কাছে পৌঁছাতে ও ভোটারদের মন কাড়তে ব্যার্থ হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী ও সচেতন মহল। অন্যদিকে স্বতন্ত্র থেকে এ্যাডভোকেট হুমায়ুন কবির নির্বাচনে অংশ নিলেও মাঠে ময়দানে না থেকে অনেকটা নিরব ভূমিকা পালন করছেন তিনি। নৌকার মাঝি প্রফেসর মেরিনা জাহান কবিতা ইতিমধ্যেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ ইউনিয়নের মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, মতবিনিময় করেছেন এবং শাহজাদপুরসহ সারাদেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। এলাকাবাসীও নৌকার মাঝি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে ভালবেসে মনেপ্রাণে ঠাঁই দিয়েছেন এবং সিংহভাগ ভোটাররা তার পক্ষে সমর্থন দিয়েছেন। ফলে এ উপ-নির্বাচনের শেষ মুহুর্তে নৌকার প্রার্থী কবিতা’র পক্ষে সৃষ্টি হয়েছে গণজোয়ার বলে রাজনৈতিক বিশ্লেষক ও বিজ্ঞমহল মনে করছেন।
স্থানীয় ভোটারদের মতে, শাহজাদপুরে রয়েছে প্রফেসর মেরিনা জাহান কবিতার আলাদা সুখ্যাতি। তাঁর পিতা প্রয়াত ড. মযহারুল ইসলাম ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফোকলোরবিদ, কবি এবং গবেষক। ছিলেন বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একই সাথে তিনি ছিলেন আপাদমস্তক আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং শাহজাদপুরের মানুষের কাছে অত্যন্ত পরিচিত ও আপনজন। অপরদিকে প্রফেসর মেরিনা জাহানের ছোট ভাই চয়ন ইসলাম ছিলেন সাবেক দুইবারের এমপি। এদিকে প্রফেসর মেরিনা জাহান কবিতা নিজেই বিরাট ব্যাক্তিত্ব। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা ক্যাডারে বিসিএস করে শিক্ষকতা করেছেন ৪ দশক সময় ধরে। সর্বশেষে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। এরপর অবসরে যাওয়ার পর পারিবারিক ঐতিহ্যের টানেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হওয়ার পর থেকেই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সফলতার সাথে পরিচালনা করেন সাংগঠনিক কার্যক্রম। ফলে খুব দ্রুতই জাতীয় রাজনীতিতে তার অবস্থান জানান দিতে সক্ষম হন। সর্বশেষ ২ সেপ্টেম্বর আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি'র মৃত্যুর পর শূন্য হওয়া এ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় প্রফেসর মেরিনা জাহান কবিতাকে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, তাঁত শিল্প আর গবাদী পশু সমৃদ্ধ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে রয়েছে উত্তরবঙ্গের- একমাত্র বাঘাবাড়ী নৌবন্দর, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তেল ডিপো, মিল্ক ভিটার বৃহত কারখানা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি , রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ নানা স্থাপনা ও কবির স্মৃতি বিজড়িত বিরাট গো-বাথান। এই আসনটি একটি প্রথম সারির পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। তাই এ আসনে শিক্ষিত, মার্জিত এবং চৌকস রাজনৈতিককেই অভিভাবকের আসনে বসাতে চায় শাহজাদপুরের জনগণ।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা জানান, ‘শাহজাদপুরের জনগণ তাঁর পাশে আছে। তাছাড়া শাহজাদপুরের জনগণ যথেষ্ট সচেতন। তাই তাদের সুচিন্তত মতামত দিয়ে এ আসনের উপ নির্বাচনে বিপুল ভোটে তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী। তাকে নির্বাচিত করলে জনগণের আশা আকাঙ্খার প্রতিফলনে আত্মনিয়োগ করে শাহজাদপুরকে সামগ্রিক উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও সুপরিকল্পিত নগরীতে পরিণত করবেন।সেইসাথে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে কাজ করে যাবেন।’
অন্যদিকে, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন জানান, ‘সুষ্ঠ নির্বাচন হলে শাহজাদপুরের জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’
২ নভেম্বরে অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ‘এ আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।’

সম্পর্কিত সংবাদ

অপরাধ
শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!
শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

দিনের বিশেষ নিউজ
রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি
সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ

জাতীয়
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী
অনলাইন নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। ধর্মপ্রাণ মুসলমানের কাছে এ রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়... মোঃ মুমীদুজ্জামান জাহান, নিজস্ব প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ২২ দিন বয়সের একটি বকন বাছুর প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে। অবিশ... বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...
জাতীয়
আজ বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র শবে কদর
ফটোগ্যালারী
অলৌকিক ঘটনা!!! উল্লাপাড়ায় দুধ দিচ্ছে ২২ দিনের বকন বাছুর
বন্যা
অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন