বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের শালদহ-ছিন্নারচর কাঁচা সড়কের ঝুকিপূর্ণ মাজনাবাড়ি ব্রীজ শুক্রবার রাতে প্রবল বন্যার পানির চাপে ভেঙ্গে বিলিন হয়ে গেছে। অপরদিকে মাজনাবাড়ি-চরগিরিশ সড়কের রাজ্জাক মাস্টারের বাড়ির সামনের ব্রীজের এক পাশের সংযোগ সড়কের ২০ ফুট এলাকা ধসে গেছে। ফলে এ দু‘টি সড়ক দিয়ে ওই এলাকার অন্তত ১০ গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। ধসে যাওয়া সড়কের ভাঙ্গণ ঠেকাতে ইতোমধ্যেই পানিউন্নয়ন বোর্ড বালু ভর্তি জিওটেক্স বস্তা ডাম্পিং কাজ শুরু করেছে।

এ বিষয়ে ওই গ্রামের আব্দুল আওয়াল, লেবু সরকার, বিটল সরকার, জহুরুল ইসলাম ও ফরিদুল ইসলাম বলেন,চোখের মামনে দেখতে দেখতে মাজনাবাড়ি ব্রীজটি বন্যার পানির চাপে ভেঙ্গে বিলিন হয়ে গেল। আমাদের দাড়ি দেখা আর আহাজারি ছাড়া আর কোন কিছু করার উপায় ছিল না। তারা আরো বলেন,রাজ্জাক মাস্টারের বাড়ির সামনের ব্রীজটির বাঁকি অংশও যে কোন মূহুর্তে ধসে যেতে পারে। এ সড়কটির সম্পূর্ণ অংশ ধসে গেলে মাজনাবাড়ি, চরছিন্না, চরগিরিশ, ভেটুয়া, ছালাল, শালদহ বাজার, পুরাতন বাজার পর্যন্ত সড়ক বন্যার পানির চাপে ধসে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

অপরদিকে কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া রক্ষা বাঁধের হেড পয়েন্টের প্রায় ১৫০ ফুট এলাকা শুক্রবার ধসে গেছে। খবর পেয়ে সিরাজগঞ্জ পানি উন্নন বোর্ড ভাঙ্গণ এলাকায় বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলা শুরু করেছে। এ বাঁধে ধস দেখা দেওয়ায় এলাকাবাসি আতংকিত হয়ে পড়েছে। এ ছাড়া চরগিরিশ ইউনিয়নের চরডগলাস ও পীরেরচর সেতু যেকোন মূহুর্তে ধসে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

এ বিষয়ে কাজিপুর উপজেলার এলজিইডি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শামছুল বারি জানান, ওই সড়কের একটি এলজিইডির একটি ব্রীজের আংশিক ধসে গেছে। এছাড়া ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত একটি ব্রীজ বন্যার পানির চাপে সম্পূর্ণ বিলিন হয়ে গেছে বলে খবর পেয়েছি।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া রক্ষা বাঁধের ধসে যাওয়া অংশে বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলে ওই এলাকা ঝুকিমুক্ত করা হয়েছে। অপরদিকে গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পানি পরিমাপক আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার ৫ উপজেলার প্রায় ৪০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি জীবন যাপন করছে। তাদের মধ্যে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

সম্পর্কিত সংবাদ

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গল...

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবি শিক্ষার্থীদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

শিক্ষাঙ্গন

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবি শিক্ষার্থীদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৮ বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো উদ্যোগ আজ অবধি

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...