শুক্রবার, ০৩ মে ২০২৪
ছবিঃ মুমীদুজ্জামান জাহান

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদর সহ ১৩টি ইউনিয়নের অধিকাংশ গ্রামের বাড়িতে কোরবানি উপলক্ষে ২/৪টি করে ষাড় বা বলদ গরু লালন পালন করে হৃষ্টপুষ্ট করা হয়। ঐরাকার চাহিদা মিটিয়ে এ সিংহ ভাগ গরু ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফতুল্লা, মাওয়াসহ বিভিন্ন বড় বড় কোরবানির পশুর হাটে নিয়ে বিক্রি করা হয়। ফলে কোরবানির গরু লালন পালন করে এ উপজেলার যমুনা নদী বেষ্টিত ৪টি ইউনিয়নের চর এলাকার হাজার হাজার হতদরিদ্র কৃষক স্বচ্ছল হয়ে উঠেছে। ইউনিয়ন গুলি হল, খুকনি, জালালপুর, কৈজুরি, সোনাতনী ও গালা। অন্যান্য ইউনিয়নের হতদরিদ্র ও স্বচ্ছল কৃষক এই গরু পালন করে আর্থিক ভাবে সাবলম্বী হয়ে উঠেছে। 

ছবিঃ মুমীদুজ্জামান জাহান

এ জন্য শাহজাদপুরে সাধারণ কৃষকের পাশাপাশি ৫ হাজার মোটাতাজা করণ খামার গড়ে উঠেছে। এ সব খামার ও কৃষকের বাড়িতে এ বছর ঈদুল আজাহা উপলক্ষে ৬০ হাজার ষাড় ও বলদ গরু মোটাতাজা করে প্রস্তুত করা হয়েছে। এলাকার চাহিদা মিটিয়ে এর সিংহ ভাগ গরু দেশের বিভিন্ন বড় বড় হাটে নিয়ে বিক্রি করা হবে। ট্রাক যোগে এ সব গরু পরিবহণে পুলিশী হয়রানি ও পরিবহণ সেক্টরের চাঁদাবাজি এ বছর কম হলেও নৌপথে গরু পরিবহণে কৃষকেরা ডাকাত আতংকের মধ্যে রয়েছে। তারা এ নৌরুটে ব্যাপক নৌপুলিশ ও থানা পুলিশের তৎপরতা বৃদ্ধির জোর দাবী জানিয়েছে।

ছবিঃ মুমীদুজ্জামান জাহান

এ বিষয়ে সোনাতনী গ্রামের ভোলা মোল্লা ফকির চান, শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, সেলিম হোসেন,ছোট চানতারা গ্রামের এনামুল হক, আমিরুল ইসলাম, আরশেদ আলী মোল্লা, জগতলা গ্রামের আলেফ আলী, আব্দুস সাত্তার, জামিরতা গ্রামের নাজমুল হক, চরকৈজুরি গ্রামের হাসেম আলী, উল্টাডাব গ্রামের আলমাস আলী ও অমিরুল ইসলাম বলেন,আমরা নিজের সন্তানের মত করে আমাদের গরু গুলোকে প্রাকৃতিক উপায়ে লালন পালন করে মোটাতাজা করেছি। এ গরু বিক্রির আয়ে আমাদের সংসার চলে। আমরা স্বচ্ছল জীবন যাপন করি। নৌপথে এ গরু হাটে নিতে আমরা ডাকাত আতংকে শংকার মধ্যে আছি। তাই নদী পথে নৌ পুলিশের টহল আরো জোরদার করার জোর দাবী জানাচ্ছি।

ছবিঃ মুমীদুজ্জামান জাহান

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন,শাহজাদপুর উপজেলায় সুষম খাদ্য ও প্রাকৃতিক উপায়ে উৎকৃষ্টমানের বড় বড় ষাড় ও বলদ গরু লালন পালন করা হয়। ফলে দেশের বড় বড় হাট গুলিতে এর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে এলাকার ২০ হাজার গরুর চাহিদা পূরণ কওে প্রয় ৪০ হাজার গরু এ বছর ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফতুল্লা, মাওয়াসহ বিভিন্ন বড় বড় কোরবানির পশুর হাটে নিয়ে বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছে। আশাকরছি তারা এ বছরও ভাল দাম পাবে। তিনি আরো বলেন, কৃষকদের শংকার কোন কারণ নেই। নৌপথে যাতে তারা নির্ভিঘ্নে গরু নিয়ে যেতে পারে সে জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। শাহজাদপুর-নারায়ণগঞ্জ নৌপথের সকল থানা ও নৌথানা পুলিশকে এ ব্যাপাওে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। আশাকরি তারাও এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন।  

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন, নৌপথে যাতে কোরবানির গরু নির্বিঘ্নে যেতে পারে সে জন্য সকল পদক্ষেক নেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে কৃষকদের আতংকিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে  আক্রান্ত গরু

শাহজাদপুর

শাহজাদপুরে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমান বলেন, ‘নতুন এ রোগটি দেখা দেয়ায় কৃষকেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ...

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

রাজনীতি

দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম শারীরিক চিকিৎসা শেষে দেশে ফিরে উপজেলা আওয়ামী...

শাওয়াল মাসে বিয়ের কোনো ফজিলত আছে কি?

ধর্ম

শাওয়াল মাসে বিয়ের কোনো ফজিলত আছে কি?

সুতরাং শাওয়াল মাসে বিয়ে করাকে যেমন অশুভ মনে করা যাবে না, এ মাসে বিয়ে করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করারও কোনো ভিত্তি নেই। ত...

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

ধর্ম

ঈদের পর কত দিনের মধ্যে ছয় রোজা রাখতে হয়?

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলেও আদায় হয়ে যাবে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাব...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...