

তালেবানদের উত্থানে ভয়ে কাঁপছে পুরো আফগানিস্তান। তালেবানদের ভয়ে সে দেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে। এই প্রেক্ষাপটে ভয় না পাওয়ার বার্তা দিল তালেবান।
কাবুলে অবস্থানরত হিন্দু ও শিখদের আতঙ্কিত না হওয়ার ব্যাপারে আশ্বস্ত করলেন তালেবান নেতারা। সে দেশ ছেড়ে না যাওয়ার অনুরোধও করলেন তারা।
কাবুল দখলের পর সেই শহরে হিন্দু ও শিখ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তালেবান প্রতিনিধিরা। তাদের কাছে মোবাইল নম্বর শেয়ার করেন তালেবান প্রতিনিধিরা। কোনো সমস্যা হলে যেন যোগাযোগ করা যায়, সে জন্যই তালেবানরা ফোন নম্বর শেয়ার করেছেন বলে জানা গেছে।
তালেবানদের এ ধরনের আচরণ কতটা বিশ্বাসযোগ্য সে নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আফগানিস্তানে অতীতে তালেবান শাসনের অভিজ্ঞতার কথা ভেবে হাজার হাজার মানুষ সে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছে।
এ প্রসঙ্গে আফগান শিখ চরণ সিং বলেন, রবিবার রাতে কাবুলে প্রবেশ করে তালেবানরা। সোমবার সকালে তালেবানদের প্রতিনিধিদল গুরুদ্বারে যান। শিখ ও হিন্দুদের প্রতিনিধিদের সঙ্গে তারা কথা বলেন। শিখ ও হিন্দুরা যেন ভয় না পান এবং দেশ ছেড়ে না যান, সে ব্যাপারে আশ্বস্ত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান শিখ বলেন, ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত প্রায় ৬ বছর আমরা তালেবান শাসনে বাস করেছি। আমরা সে সময় তালেবানদের ভয় পাইনি। আজও আমরা তালেবানকে ভয় পাই না। কিন্তু আমরা যুদ্ধ আর লুঠতরাজকে ভয় পাচ্ছি। এ নিয়েই আমরা উদ্বিগ্ন। তবে যেভাবে ওরা সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করেছে, তাতে কিছুটা স্বস্তি মিলছে।
আফগানিস্তান দখলের পর দরজায় দরজায় তল্লাশি অভিযান শুরু করেছে তালেবানরা। জানা যাচ্ছে, সরকারি কর্মকর্তা, সাবেক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা। সাংবাদিকদের বাড়িতেও তারা তল্লাশি চালাচ্ছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।সম্পর্কিত সংবাদ

বেলকুচি
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে এক পরিবারের ৬ সন্তানের চাকুরী
শাহজদাপুর প্রতিনিধি : মুক্তিযোদ্ধার পোষ্য কোটায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চ...

বাংলাদেশ
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধিদের জুম মিটিং ও অনলাইন ট্রেনিং অনুষ্ঠিত
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় কর্মরত সকল জেলা প্রতিনিধিদের পেশাগত দক্ষতা,মান উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ব্র্যান...

শাহজাদপুরে ফেন্সিডিলসহ ২ ইউপি সদস্য গ্রেপ্তার
প্রতিনিধিঃ শাহজাদপুরে র্যাবের অভিযানে ৬১ বোতল ফেন্সিডিলসহ স্থানীয় ২ ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১২ সিরা...

ফটোগ্যালারী
চলতি বছরেই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ’ এ ভর্তি কার্যক্রম শুরুর ঘোষণা
শামছুর রহমান শিশির ও ফারুক হাসান কাহার, শাহজাদপুর থেকে : আজ শনিবার সকালে মঞ্জুরি কমিশনের সদস্যবৃন্দ ও রবীন্দ্র বিশ্ববিদ্...

অর্থ-বাণিজ্য
তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরে বৈশাখী তাঁতবস্ত্র বিক্রির হিড়িক ! চাহিদা ও কদর বাড়ছে : ব্যাতিব্যস্ত দেশের তাঁতশিল্পীরা
শামছুর রহমান শিশির : পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ দেশের তাঁতসমৃদ্ধ এলাকার তাঁত...

স্বাস্থ্য
শাহজাদপুরে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পে ২ হাজার দুস্থ্য রোগীকে চিকিৎসা প্রদান
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে দিন ব্যাপী ফ্রি-মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ শুক্রব...