

‘দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা যারা সুস্থ্য মানুষ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীরা সমাজে আজও অবহেলিত। দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলায় ৪ বছর ধরে ৪০ হাজার দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের আমরা খুঁজে বের করে তাদের মধ্যে ১২ হাজার শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবার মাধ্যমে স্বাভাবিক দৃষ্টি ফিরিয়ে দিয়ে আমরা তাদের সুস্থ্য স্বাভাবিক জীবন ফিরিয়ে দিয়েছি। দৃষ্টির সুরক্ষা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবন্ধী শিশুদের সহযোগীতার হাত বাড়িয়ে দিলে ওরায় সমাজের সুস্থ্য সকলের মতো মানুষের মতো মানুষ হিসেবে বেড়ে উঠার মধ্য দিয়ে সম্পদে পরিণত হতে পারে। আগামীতে শাহজাদপুর থেকেই দু’পা বিহীন প্রতিবন্ধী হতে যাচ্ছে বরেণ্য কন্টেন্ট ক্রিয়েটর, অন্যান্য প্রতিবন্ধীরাও আলেম, গায়ক-গায়িকাসহ নানা পেশায় তাদের কৃতীত্বের স্বাক্ষর রাখতে চলেছে।’
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শাহজাদপুর চক্ষু হাসপাতাল ও সিএসএফ গ্লোবাল’র উদ্যোগে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে দৃষ্টি সচেতনতা বিষয়ক কর্মসূচি হিসেবে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চাইল্ড সাইট ফাউন্ডেশন গ্লোবাল (সিএসএফ গ্লোবাল), প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত উপরোক্ত কথাগুলো বলেছেন।
এ সময় প্রফেসর ড. এম. এ. মুহিত আরও বলেন, ‘বাংলাদেশে এখনো লাখো মানুষ প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতায় ভুগছেন। প্রাথমিক পর্যায়ে চোখের যত্ন ও সময়মতো যত্ন নেয়া কোনো বিলাসিতা নয়, বরং এটি তাদের মৌলিক অধিকার। সিএসএফ গ্লোবাল ও মতিন আই কেয়ার সিস্টেম যৌথভাবে প্রায় ২৫ বছর কাজ করছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষ বিনামুল্যে ও স্বল্পমূল্যে চোখের চিকিৎসাসেবা পেয়ে সমাজে সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে পেয়েছে । দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীদের কল্যাণে সে কাজটিই বিশ্বব্যাপী আমরা করে চলেছি।’
শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া গ্রামের আবু সাঈদের অন্ধ ছেলে রবিউল (২৪) ও অনন্ধ মেয়ে শাহিনূরের একটি করে চোখে কর্ণিয়া সংযোজন করে ‘অন্ধকার থেকে আলোর জীবন’ ফিরিয়ে দিয়েছে সিএসএফ গেøাবাল। দৃষ্টি ফিরে পেয়ে স্বাভাবিক জীবনযাপন করা রবিউল ও শাহিনূর বলেন, ‘মুহিত সাহেবের কারণে আমরা পৃথিবীর আলো দেখতে পেরেছি। মুহিত সাহেব ধানের শীষ প্রতীক পেয়েছেন। তাকে ভোটে বিজয়ী করতে পারলে এমপি হিসেবে তিনি আমাদের আরও সেবা সহযোগীতা করতে পারবেন।’
‘আপনার চোখেকে ভালোবাসুন এবং চোখের দৃষ্টি, সবার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত হয়। এতে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করেন প্রধান অতিথি। এদিন সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন সিএসএফ গ্লোবাল টিম। তারপর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে বিভিন্ন প্রতিবন্ধি শিশু-কিশোর ও বিশেষায়িত স্কুল 'শিশু স্বর্গ' এর শিক্ষার্থীরা অংশ নেয়। যা অনুষ্ঠানে এক উজ্জ্বল ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করে। এরপর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালি ও শোভাযাত্রা শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক কোরবান আলী লাভলুসহ প্রতিবন্ধীরা। বক্তারা দৃষ্টি সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

সম্পর্কিত সংবাদ

দিনের বিশেষ নিউজ
‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত
‘দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা যারা সুস্থ্য মানুষ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীরা...

খেলাধুলা
আঁখির বুননে স্বপ্নের চাদর বাংলাদেশের
গতকাল নেপালকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ মেয়েদের সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়...

অপরাধ
শাহজাদপুরে খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ! নিহত ১
সিরাজগঞ্জের শাহজাদপুরে খাস খতিয়ানের ১৯০ বিঘা জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্...

খেলাধুলা
মুস্তাফিজকে নিয়ে পরিকল্পনা করেও সমাধান পাচ্ছে না অজিরা
চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল মুস্তাফিজের। প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রানে নেন তিনি ২ উইক...

শিক্ষাঙ্গন
বন্যা দুর্গতদের জন্য রবি শিক্ষার্থীদের দেড় লাখ টাকা সংগ্রহ
বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরের বিভিন্ন এলাকায় দুদিন ধরে গণত্রাণ সংগ্রহ করেছে শিক্ষার্থীরা। শুক্রব...

শিক্ষাঙ্গন
শাহজাদপুর মালতীডাঙ্গা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন
“এসো মাতি উল্লাসে, বিদ্যালয়ের গৌরবময় পঞ্চাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ শাহজাদপুরের মালতী...