শাহজাদপুরে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নজরুল সম্মেলন অনুষ্ঠিত

শামছুর রহমান শিশির : বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নজরুল সম্মেলন-২০১৮ উপলক্ষে শাহজাদপুরে ‘তোমায় আমি ক’রব সৃজন এ মোর অহঙ্কার!’ শীর্ষক নজরুল সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল শনিবার রাতে শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল সম্মেলন-’২০১৮ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় শাহজাদপুর উপজেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে। এতে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার ‘অগ্নিবীণা সংস্থা’র ১৯ সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক দলের নজরুল সংগীতের স্বনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বাংলাদেশের কিংবদন্তী নজরুল সংগীত শিল্পী সোরহাব হোসেন স্মরণে ঢাকার নজরুল একাডেমি ও কোলকাতার অগ্নিবীণা সংস্থা যৌথভাবে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ১০ দিনব্যাপি নজরুল সম্মেলনের অংশ হিসেবে শাহজাদপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ১ম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ

শামছুর রহমান শিশির : বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নজরুল সম্মেলন-২০১৮ উপলক্ষে শাহজাদপুরে ‘তোমায় আমি ক’রব সৃজন এ মোর অহঙ্কার!’ শীর্ষক নজরুল সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল শনিবার রাতে শাহজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নজরুল সম্মেলন-’২০১৮ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। স্থানীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় শাহজাদপুর উপজেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে। এতে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার ‘অগ্নিবীণা সংস্থা’র ১৯ সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক দলের নজরুল সংগীতের স্বনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। বাংলাদেশের কিংবদন্তী নজরুল সংগীত শিল্পী সোরহাব হোসেন স্মরণে ঢাকার নজরুল একাডেমি ও কোলকাতার অগ্নিবীণা সংস্থা যৌথভাবে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ১০ দিনব্যাপি নজরুল সম্মেলনের অংশ হিসেবে শাহজাদপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ১ম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, অগ্নিবীণা সংস্থার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মুখার্জী, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, সিরাজগঞ্জ নজরুল একাডেমির সাধারণ সম্পাদক সূর্য্য বারী, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের কাজী শওকত প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোলকাতার অগ্নিবীণা সংস্থার শিল্পীদের ঐতিহ্যবাহী তাঁতবস্ত্র ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অগ্নিবীণা সংস্থার শিল্পী ও স্থানীয় শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন। সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ পর্যন্ত এ অনুষ্ঠানে নজরুল গবেষক, ভক্ত অনুরাগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।