শাহজাদপুরে হেরোইন সহ মাদক বিক্রেতা আটক

ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে ।

শাহজাদপুর থানার এসআই আব্দুল মতিন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরের দ্বারিয়াপুর জিন্দার আলীর বাড়িতে অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে এস আই জাহিদ, এস আই মতিন , এ এস আই মেহেদুল, এ এস আই আমজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পান্নু (৩৫) নামে ৪ গ্রাম হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

পান্নু উপজেলার পৌরসদরের দ্বাড়িয়াপুর নিকারী পাড়ার শুকুর আলীর ছেলে ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্ততি চলছে ।

অপরদিকে আসাদ মিয়া (৩২) নামে জি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত এক পলাতক আসামীকে পাড়কোলা বাড়ার থেকে আটক করা হয়েছে ।
আসাদ নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের তারা মিয়ার ছেলে ।

ফারুক হাসান কাহার শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃসিরাজগঞ্জের শাহজাদপুর এ হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে । শাহজাদপুর থানার এসআই আব্দুল মতিন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরের দ্বারিয়াপুর জিন্দার আলীর বাড়িতে অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে এস আই জাহিদ, এস আই মতিন , এ এস আই মেহেদুল, এ এস আই আমজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পান্নু (৩৫) নামে ৪ গ্রাম হেরোইন সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। পান্নু উপজেলার পৌরসদরের দ্বাড়িয়াপুর নিকারী পাড়ার শুকুর আলীর ছেলে । এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্ততি চলছে । অপরদিকে আসাদ মিয়া (৩২) নামে জি আর মামলার ওয়ারেন্ট ভুক্ত এক পলাতক আসামীকে পাড়কোলা বাড়ার থেকে আটক করা হয়েছে । আসাদ নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের তারা মিয়ার ছেলে ।