শাহজাদপুরে শেখ ফজলুল হক এসপি'র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল ও শাহজাদপুরের গণমানুষের নেতা, মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু'র পিতা,শাহজাদপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি, মরহুম শেখ ফজলুল হক (এস পি)'র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মরহুমের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন দুপুরে শাহজাদপুর পৌরসদরের শেরখালী মহল্লাস্থ এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু'র বাসভবনে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ বাহিনীর সৎ, আদর্শবান, গর্বিত পুলিশ অফিসার মরহুম শেখ ফজলুল হক তার চাকুরী জীবনে ও জনপ্রতিনিধির দায়িত্ব পালনকালীনসহ তার জীবদ্দশায় জনগণের সেবা ও কল্যাণে কাজ করে গেছেন। ১৯৯৬ সালের ১লা মে শাহজাদপুরের শেরখালী মহল্লাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল ও শাহজাদপুরের গণমানুষের নেতা, মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান এ্যাডঃ শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু'র পিতা,শাহজাদপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি, মরহুম শেখ ফজলুল হক (এস পি)'র ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মরহুমের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন দুপুরে শাহজাদপুর পৌরসদরের শেরখালী মহল্লাস্থ এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু'র বাসভবনে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ বাহিনীর সৎ, আদর্শবান, গর্বিত পুলিশ অফিসার মরহুম শেখ ফজলুল হক তার চাকুরী জীবনে ও জনপ্রতিনিধির দায়িত্ব পালনকালীনসহ তার জীবদ্দশায় জনগণের সেবা ও কল্যাণে কাজ করে গেছেন। ১৯৯৬ সালের ১লা মে শাহজাদপুরের শেরখালী মহল্লাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।