শাহজাদপুরে প্রয়াত ছাত্রদল নেতা জেলহক স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর :  আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাচামাড়া ঈদগাহ মাঠে নরিনা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের ছোট ভাই প্রয়াতরম ছাত্রদল নেতা জেলহক আলী ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মান্নানের দ্বিতীয় পুত্র আব্দুল হামিদ (গোতন) এর স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী আমিনুল ইসলাম দুলালের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মুন্নাফের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই শোকসভায় অংশ নেন , বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস (সরোয়ার), উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌরমেয়র মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএনপি নেতা এ্যাডভোকেট রায়হান উদ্দিন, পৌর বিএনপি নেতা আল মাহমুদ প্রামানিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ (তুষার), উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ প্রামানিক, পৌর যুবদল সভাপতি আব্দুল

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর :  আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাচামাড়া ঈদগাহ মাঠে নরিনা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের ছোট ভাই প্রয়াতরম ছাত্রদল নেতা জেলহক আলী ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মান্নানের দ্বিতীয় পুত্র আব্দুল হামিদ (গোতন) এর স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী আমিনুল ইসলাম দুলালের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মুন্নাফের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই শোকসভায় অংশ নেন , বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস (সরোয়ার), উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌরমেয়র মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএনপি নেতা এ্যাডভোকেট রায়হান উদ্দিন, পৌর বিএনপি নেতা আল মাহমুদ প্রামানিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ (তুষার), উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ প্রামানিক, পৌর যুবদল সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, যুবদল নেতা রোশনাই আলী রোশনাই, সবুজ প্রামানিক, আব্দুল বাছেদ, জহুরুল ইসলাম, ছাত্রদল নেতা কবীর, রিপন, নুরুল ইসলাম আলো, বকতিয়ার, সুলতান মাহমুদ প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ জুন ছাত্রদল নেতা জেলহক আলী ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতির ছেলে আব্দুল হামিদ (গোতন) মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।