শাহজাদপুরে ৩ দিন ব্যাপি বৃক্ষমেলা শেষ হচ্ছে আগামীকাল

নিজস্ব প্রতিনিধি : ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার শাহজাদপুরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষরোপন আন্দোলন ও বৃক্ষমেলা ২০১৮ শুরু হয়। ৩ দিনের ওই বৃক্ষমেলা আগামীকাল সোমবার শেষ হবে। শাহজাদপুর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। গতকাল শনিবার সকালে স্থানীয় শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিন ব্যাপি বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিদ্যালয় মাঠের মুক্ত মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ ও শাহজাদপুর পৌরসভার মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনজু আলম সরকার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ এ এম আব্দুল আজীজ, অধ্যাপক নাছিম উদ্দিন

নিজস্ব প্রতিনিধি : ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার শাহজাদপুরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষরোপন আন্দোলন ও বৃক্ষমেলা ২০১৮ শুরু হয়। ৩ দিনের ওই বৃক্ষমেলা আগামীকাল সোমবার শেষ হবে। শাহজাদপুর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। গতকাল শনিবার সকালে স্থানীয় শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ দিন ব্যাপি বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিদ্যালয় মাঠের মুক্ত মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ ও শাহজাদপুর পৌরসভার মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনজু আলম সরকার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ এ এম আব্দুল আজীজ, অধ্যাপক নাছিম উদ্দিন মালিথা, থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মনজুর কাদের প্রমুখ। উদ্বোধনী দিনের আলোচনা সভা শেষে প্রধান অতিথি হাসিবুর রহমান স্বপন এমপি স্থানীয় কৃষকদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন। এর আগে বৃক্ষমেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বৃক্ষমেলায় বিভিন্ন ফলদ বৃক্ষের ৪০টি স্টল স্থাপন করা হয়েছে। ৩ দিনের ওই বৃক্ষ মেলার ২য় দিন রোববারে উল্লেখযোগ্য বৃক্ষপ্রেমিদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।