সাগর বসাক, শাহজাদপুর : শাহজাদপুরে কমিউনিকেশন ট্র্যাটেজি বাস্তবায়ন ও পরীবীক্ষণ বিষয়ক সঞ্জীবনী কর্মশালা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপি ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিস ওই কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন ও আল ইমরান খন্দকার। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ময়নুল হোসেন সরকার, প্রধান শিক্ষক আলাউদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর ছবুর, রূপনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী, সহকারী শিক্ষক উজ্জল হোসেন প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত ওই কর্মশালায় শিক্ষা অফিসের সকল কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি, প্রধান শিক্ষকগণ, সহকারী শিক্ষক, গণমাধ্যমকর্মী, অভিভাবকবৃন্দসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।