বিশেষ প্রতিবেদক : আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে টানা ৩৮ বছর রমজানের প্রতি রাতে ঘুমন্ত মুসলমানদের সেহেরির রান্না করার জন্য ঘরে ঘরে গিয়ে ডেকে ডেকে ঘুমন্ত মুসুল্লীদের যিনি ঘুম ভাঙ্গাতেন, শাহজাদপুর পৌরসভার চুক্তিভিত্তিক কর্মী, রূপপুর দক্ষিণপাড়া নিবাসী সেই আব্দুস সামাদ (৬২) আর নেই ! গতকাল শনিবার রাত ১০ টার দিকে তিনি নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে তাকে স্থানীয় নূরজাহান হাসপাতালে ও পরে শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে সেখান থেকে উচ্চ চিকিৎসার্থে এনায়েতপুরস্থ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নেয়ার পথে রাত ১১টার দিকে পথিমধ্যেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার বাদ যোহর শাহজাদপুর পৌরসদরের থানারঘটস্থ মদিনাতুল উলূম কওমিয়া মাদরাসা প্রাঙ্গণে নামাজে যানাজা শেষে দরগাহপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ও যথাসময়ে মরহুমের যানাজা'র নামাজে শরীক হতে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীদের প্রতি বিশেষ আহবান জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নেতা আলহাজ্ব আনোয়ার হোসেনসহ মরহুমের পরিবারবর্গ। অপরদিকে, শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিনসহ পৌর কর্তৃপক্ষ মরহুম আব্দুস সামাদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।