শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, রোববার, ১৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চৌকি আদালতে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। (রোববার) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে এ জামিন দেন। সিরাজগঞ্জে শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলার জামিন শুনানী হয়। এদিন শুনানী শেষে আদালত এমপি স্বপনের জামিন মঞ্জুর করেন। মামলার অপর আসামী শাহজাদপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক আব্দুর রশিদ আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত। জেনে বুঝে ওকালতনামা ও আম মোক্তারনামায় জ্বাল সাক্ষর প্রদান করায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ও শাহজাদপুর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক আব্দুর রশিদের বিরুদ্ধে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট চৌকি আদালতে মামলা ( মামলা নং-১৭৭/২০১৮ (শাহঃ) দায়ের হয়। এ বিষয়ে স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন বলেন, ‘যে সম্পত্তির ব্যাপারে এবং যারা আমাকে আম মোক্তারনামা (পাওয়ার অব এটর্নি) তারা এখনও জীবিত ও ভারতে বসবাস করছে। প্রয়োজনে তাদেরকে বিজ্ঞ আদালতে হাজির করে প্রমান করবো আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয়।’