নিজস্ব প্রতিনিধি : শাহজাদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ২০১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে শাহজাদপুর পৌরসভা একাদশ জয়লাভ করেছে। গতকাল শনিবার শাহজাদপুর মডেল পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহন করে শাহজাদপুর পৌরসভা একাদশ ও কায়েমপুর ইউনিয়ন একাদশ। উক্ত খেলায় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, পৌরসভার মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফলজুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, সংরক্ষিত মহিলা আসনের পৌর কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস লাভলী, সিলভী পারভীন মিঠু, পৌর কাউন্সিলর মামুন মিয়া, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসলাম আলী, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম রঞ্জু, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নুরুল ইসলাম মিঠু, ক্রীড়াবিদ রানা প্রমুখ। উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কাকন। উক্ত খেলায় মোট ১৪টি দল অংশগ্রহন করে। পরিশেষে ফাইনাল খেলায় জয়ী ও বিজীত দলের অধিনায়কের হতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। উক্ত ফাইনাল খেলায় অসংখ্য ক্রীড়ামতি দর্শকদের সমাগম ঘটে।