আজ ২৪ সেপ্টেম্বর গত মাসের এই দিনে নিরব ঘাতক ব্যধি GBS (Guillain Barr'e Syndorme) রোগে আক্রান্ত হয়ে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সম্পূর্ন বিকলাঙ্গ হয়ে গিয়েছিলেন। তিনি এখনও চিকিৎসাধীন। আজ তাকে শাহজাদপুর সংবাদ ডট কম এর আয়োজনে ঢাকাস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ে কার্যালয়ে আনা হয়েছে। সকলের দোয়া, উৎপ্রেরনা, চিকিৎসাসেবা সর্বোপরি করুণাময় সৃষ্টিকর্তার অপার মহিমায় তিনি সুস্থ হবার পথে রয়েছেন। শাহজাদপুর সংবাদ ডট কম এর পক্ষ থেকে সকলের কাছে তার পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর গত মাসের এই দিনে নিরব ঘাতক ব্যধি GBS (Guillain Barr'e Syndorme) রোগে আক্রান্ত হয়ে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সম্পূর্ন বিকলাঙ্গ হয়ে গিয়েছিলেন। তিনি এখনও চিকিৎসাধীন। আজ তাকে শাহজাদপুর সংবাদ ডট কম এর আয়োজনে ঢাকাস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ে কার্যালয়ে আনা হয়েছে। সকলের দোয়া, উৎপ্রেরনা, চিকিৎসাসেবা সর্বোপরি করুণাময় সৃষ্টিকর্তার অপার মহিমায় তিনি সুস্থ হবার পথে রয়েছেন। শাহজাদপুর সংবাদ ডট কম এর পক্ষ থেকে সকলের কাছে তার পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।