শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২৩ সেপ্টেম্বর রোববার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না ৬ মাসের জন্য ওই আহবায়ক কমিটির অনুমোদন দেন । ৭১ সদস্য বিশিষ্ট উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফাকে। প্রবীণ রাজনীতিবিদ ও সাংবাদিক নেতা গোলাম মোস্তফা সফলতার সাথে উল্লাপাড়া প্রেসক্লাবের কয়েকবার সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নবগঠিত ওই আহবায়ক কমিটির যুগ্ন-আহ্বায়কেরা হলেন, তানভীর ইমাম এমপি, সাবেক এমপি শফিকুল ইসলাম, অধ্যপক ইদ্রিস আলী, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ-বিন -হাবীব, মাহবুব সারোয়ার বকুল ও সেলিনা মির্জা মুক্তি। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটিতে ৬৪ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কর্তৃক অনুমোদনকৃত উল্লাপাড়া উপজেলার ৭১ সদস্যবিশিষ্ট নবগঠিত এ কমিটিকে স্বাগত জানিয়েছে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অত্যাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নবগঠিত এ আহবায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা আশাবাদ ব্যাক্ত করেছেন। সেইসাথে সিরাজগঞ্জ জেলা ও সকল উপজেলা এবং থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নবগঠিত এ কমিটির আহবায়ক, যুগ্ম-আহবায়কসহ সকল সদস্যকে অভিনন্দনজানিয়েছেন।