শামছুর রহমান শিশির, রোববার, ২০ জানুয়ারি- ২০১৯ খ্রিষ্টাব্দ : আজ রোবাবর ভোররাতে শাহজাদপুর থানার চার্জ অফিসার কেএম রাকিবুল হুদার নেতৃত্বে এসআই আফজাল, এসআই আব্দুল হাই, এএসআই আব্দুর রহমান, এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় পুশিল ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাণীকোলা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৭ বছরের দন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী দেলবর সর্দার (৫৫) কে গ্রেফতার করেছে। ধৃত দেলবর উপজেলার পোরজনা ইউনিয়নের ছোট মহারাজপুর মহল্লার মৃত নবির সর্দারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ২০০৮ সালে শাহজাদপুর থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার অন্যতম আসামী দেলবর সর্দারকে বিজ্ঞ আদালত ডাকাতি করার অপরাধে ৭ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। এর পর থেকে চতুর দেলবর পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে ফিরছিলো। অবশেষে দেলবরকে শাহজাদপুর থানা পুলিশ গ্রেফতার করায় এলাকাবাসী থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে। আজ রোববার তাকে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শামছুর রহমান শিশির, রোববার, ২০ জানুয়ারি- ২০১৯ খ্রিষ্টাব্দ : আজ রোবাবর ভোররাতে শাহজাদপুর থানার চার্জ অফিসার কেএম রাকিবুল হুদার নেতৃত্বে এসআই আফজাল, এসআই আব্দুল হাই, এএসআই আব্দুর রহমান, এএসআই মনিরুজ্জামান সঙ্গীয় পুশিল ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাণীকোলা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৭ বছরের দন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী দেলবর সর্দার (৫৫) কে গ্রেফতার করেছে। ধৃত দেলবর উপজেলার পোরজনা ইউনিয়নের ছোট মহারাজপুর মহল্লার মৃত নবির সর্দারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ২০০৮ সালে শাহজাদপুর থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার অন্যতম আসামী দেলবর সর্দারকে বিজ্ঞ আদালত ডাকাতি করার অপরাধে ৭ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। এর পর থেকে চতুর দেলবর পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে ফিরছিলো। অবশেষে দেলবরকে শাহজাদপুর থানা পুলিশ গ্রেফতার করায় এলাকাবাসী থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে। আজ রোববার তাকে সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।