শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার নিহত

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর কবরস্থানের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে আজ শুক্রবার দুপুরে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় গিয়াস উদ্দিন (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত গিয়াস উদ্দিনের বাড়ি শাহজাদপুর উপজেলার পৌর এলাকার আইগবাড়ি শক্তিপুর গ্রামে। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার ছিলেন। প্রত্যক্ষদর্শী ও শাহজাদপুর থানা পুলিশ জানায়, তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তালগাছি একটি ইটভাটায় ইট কিনতে যাচ্ছিলেন। মশিপুর কবরস্থানের কাছে পৌছালে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি সিমেন্টবাহী পিছনদিক থেকে ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছিটকে পরেন। এতে তার মাথায় ও বুকে আঘাত লাগে। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার কওে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। অপরদিকে ঘটনার পর সিমেন্টবাহী ট্রাক দ্রুত পালিয়ে যায়। শাহজাদপুর থানার এসআই নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর কবরস্থানের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে আজ শুক্রবার দুপুরে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় গিয়াস উদ্দিন (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত গিয়াস উদ্দিনের বাড়ি শাহজাদপুর উপজেলার পৌর এলাকার আইগবাড়ি শক্তিপুর গ্রামে। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার ছিলেন। প্রত্যক্ষদর্শী ও শাহজাদপুর থানা পুলিশ জানায়, তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তালগাছি একটি ইটভাটায় ইট কিনতে যাচ্ছিলেন। মশিপুর কবরস্থানের কাছে পৌছালে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি সিমেন্টবাহী পিছনদিক থেকে ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছিটকে পরেন। এতে তার মাথায় ও বুকে আঘাত লাগে। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার কওে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। অপরদিকে ঘটনার পর সিমেন্টবাহী ট্রাক দ্রুত পালিয়ে যায়। শাহজাদপুর থানার এসআই নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।