শামছুর রহমান শিশির: আজ বৃহস্পতিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে তাদের ব্যবস্থাপনায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪ শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে ২’শ জনের মাঝে তিল বীজ ও সার বিতরণ করা হয় এবং ২’শ জনের মাঝে মুগ বীজ ও সার বিতরণ করা হয়। তিল ফসলের জন্য প্রতি ৫ জনের একটি গ্রুপে বীজ ৫ কেজি, ডিএপি সার ১শ’ কেজি ও এমওপি সার ৫০ কেজি এবং মুগ ফসলের জন্য প্রতি ১০ জনের একটি গ্রুপে বীজ ৫০ কেজি, ডিএপি সার ১শ’ কেজি ও এমওপি সার ৫০ কেজি প্রদান করা হয়। এছাড়াও উপজেলা পরিষদের সহযোগিতায় বোরো ফসলের জন্য গুটি ইউরিয়া বিতরণ করা হয়। বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার খালেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মন্জু আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার অসংখ্য কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।