শাহজাদপুর প্রতিনিধি : আজ সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরকৈজুরী মহল্লায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২ টি ড্রেজার মেশিন জব্দ করেছে। জানা গেছে, উপজেলার চরকৈজুরী মহল্লার মৃত আবু সুফিয়ান প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলী ও শেখ সাদী অবৈধ প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলী জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেজার ২টি জব্দ করেন ও অভিযুক্তদের ৩ দিনের মধ্যে ভ্রাম্যমান আদালতে উপস্থি হবার নির্দেশ প্রদান করেন।
শাহজাদপুর প্রতিনিধি : আজ সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরকৈজুরী মহল্লায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২ টি ড্রেজার মেশিন জব্দ করেছে। জানা গেছে, উপজেলার চরকৈজুরী মহল্লার মৃত আবু সুফিয়ান প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলী ও শেখ সাদী অবৈধ প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলী জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেজার ২টি জব্দ করেন ও অভিযুক্তদের ৩ দিনের মধ্যে ভ্রাম্যমান আদালতে উপস্থি হবার নির্দেশ প্রদান করেন।