করোনা বিধি না মেনে সেলফি, আবারও আলোচনায় ব্রাজিলের প্রেসিডেন্ট
NewsDesk
চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যায় ইতালিকে পেছনে ফেলেছে ব্রাজিল। তারপরও টনক নড়ছে না প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর।
রাষ্ট্রপতি ভবনের বাইরে সমর্থকদের সঙ্গে লকডাউন বিরোধী বিক্ষোভে আবারও যোগ দিলেন তিনি। এমনকি সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে শিশুদের সঙ্গে তাকে সেলফিও তুলতে দেখা গেছে।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার রাষ্ট্রপতি ভবনের বাইরে হাজার সমর্থক ভিড় করেছিল। লকডাউন চায় না তারা। তাদের এই দাবিকে বোলসোনারো সমর্থন দিয়ে এসেছেন সবসময়। এদিনও ব্যতিক্রম কিছু হলো না। মাস্ক পরে তাদের সামনে দাঁড়ান এবং আন্দোলনের এক পর্যায়ে অন্তত তিনজন শিশুর সঙ্গে সেলফি তোলেন প্রেসিডেন্ট।
পরে একটি অনলাইন ভিডিওতে বিক্ষোভকে সমর্থন জানিয়ে বোলসোনারো বলেছেন, ‘এরা সবাই (জনগণ) মুক্তি চায়, তারা গণতন্ত্র চায়, তারা চায় সম্মান।’
সূত্রঃ বিডি প্রতিদিন
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।