ঘরমুখো মানুষের ভিড় ঠেকাতে মহাসড়কে কঠোর নজরদারি

ঈদের ছুটি এবং চলমান সাধারণ ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া ও প্রবেশ বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল থেকে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে কঠোর নজরদারি শুরু করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি জানান, মানুষ ও যানবাহন নিয়ন্ত্রণের জন্য শহরের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

জরুরি সেবা ব্যতীত অন্য সকল যানবাহন ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনারকলি ক্রসিং এবং টঙ্গীর চন্দনা চৌরাস্তায় দুটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অন্য দুটি চেকপোস্ট রয়েছে গাজীপুর-টাঙ্গাইল সড়কের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় এবং টঙ্গী-ঘোড়াশাল সড়কের মীরেরবাজার এলাকায়।

এদিকে, করোনা সংক্রমণের ঝুঁকি ঠেকাতে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসষ্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে সকাল থেকে ঈদে ঘরমুখো দক্ষিন-পশ্চিম অঞ্চলের মানুষকে থামিয়ে দিচ্ছে জেলা পুলিশ।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট অভিমুখে প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যানে করে আসা যাত্রীদের থামিয়ে দিয়ে উল