উল্লাপাড়ায় যুবক করোনা আক্রান্ত, বাড়ী লকডাউন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবক করোনা আক্রান্ত হয়েছে। রোববার রাতে তাকে বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইনে রেখে বসতবাড়ী লকডাউন করে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা সুত্রে জানা গেছে, স্থানীয় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নেওয়ারগাছা গ্রামের মোঃ জয়নাল এর প্রায় ৩১ বছর বয়সী ছেলে পরিবার পরিজন নিয়ে ঢাকার কামরাঙ্গীরচরের আলী নগর বাজার চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ১৬ মে তারা নেওয়ারগাছা গ্রামের নিজ বাড়িতে আসেন।

এদিকে কামরাঙ্গীরচর এলাকায় থাকাকালে ব্যাক্তিটির করোনার নমুনা সংগ্রহ করা হয়। গত ১৭ মে নমুনা পরীক্ষায় ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে। কামরাঙ্গীরচর থানা বিষয়টি উল্লাপাড়া মডেল থানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানায়। উল্লাপাড়া মডেল থানা বিষয়টি উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে জানালে উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় স্বাস্থ্য বিভাগ পুলিশের সহায়তায় রোববার রাতে ওই ব্যক্তিকে বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইনে রেখে বসতবাড়ী লকডাউন করে দেওয়া হয়েছে।