ঘূর্ণিঝড় আম্পান সম্পর্কে সর্বশেষ যা জানা যাচ্ছে

*জন্ম দক্ষিণ বঙ্গোপসাগরে, ১৬ই মে শনিবার রাতে। আম্পান নামটি দিয়েছে থাইল্যান্ড।
*ধেয়ে আসছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের দিকে।

*সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় এটি বাংলাদেশের উপকূল থেকে সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছিল।

*ঘূর্ণিঝড়টি নিজে ঘুরছে এবং পাশাপাশি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে।

*আম্পানের ব্যাস ৭২০ কিলোমিটার, সাতক্ষীরা থেকে টেকনাফ পর্যন্ত।

*শক্তিমত্তার বিচারে আবহাওয়াবিদরা একে সুপার সাইক্লোন হিসেবে উল্লেখ করছেন।

*বুধবার, ২০শে মে সন্ধ্যে নাগাদ উপকূলে আঘাত করতে পারে।

*সেসময় বাতাসের গতি ঘণ্টায় ১৫০ থেকে ১৬৫ কিলোমিটার হতে পারে।

*মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সঙ্কেত জারি। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর।

*সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলা বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা বলে চিহ্নিত।

*২২ থেকে ২৫ লাখ লোককে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি।

*বাংলাদেশ সরকার বলছে ১২,০০০ আশ্রয় কেন্দ্র প্রস্তুত। এসব কেন্দ্রে আশ্রয় নিতে পারবে প্রায় ৫২ লাখ মানুষ।

*করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব রক্ষায় উপকূলীয় জেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্