‘দুঃসময়ে যারা মানুষের পাশে দাঁড়ায় না তারা প্রকৃত রাজনীতিবিদ নন’

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে খালেদা-তারেক হাওয়া ভবন সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। বিদেশেও পাচার ও বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। আজকে দুঃসময়ে খাদ্য সহায়তা নিয়ে তারা জনগণের পাশে নেই। তাদের ত্রাণ ও খাদ্য সহযোগিতা মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ। জনগণের দুঃসময়ে যারা মানুষের পাশে দাঁড়ায় না তারা প্রকৃত রাজনীতিবিদ নন। তাদের ভবিষ্যতে চিহিৃত করে রাখতে হবে।আজ মঙ্গলবার (১৯ মে) দিনাজপুর কেবিএম কলেজ প্রাঙ্গণে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র প্রায় ৫০০ ভ্যানচালকের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের যে কোনো দুর্যোগকালে কেউ না খেয়ে থাকেনি। ভবিষ্যতেও থাকবে না। প্রধানমন্ত্রী ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন। অসহায় ও দরিদ্ররা যেন অভাব বুজতে না পারে সে জন্য ১০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে আটা দেয়া হচ্ছে। পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। সরকারের  খাদ্য নিরাপত্তার আওতায় ৬ কোটি মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ৫০ লাখ মানুষকে ২৫