ছাত্রদল নেতা সাব্বিরকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে: রিজভী



হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য মো. সাব্বির আহমেদকে গোয়েন্দা সংস্থার লোকেরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৯ মে) রাজধানীতে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

তিনি জানান, গতকাল সোমবার বিকেল ৫টায় হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়।

সাব্বিরকে গোয়েন্দা সংস্থার লোকজন নিয়ে যাওয়ার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান রিজভী।

তিনি আরও বলেন, সাব্বিরকে নিয়ে যাওয়ায় পরিবারসহ এলাকাবাসী উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে সাব্বির আহমেদকে জনসম্মুখে হাজির করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী।

তথ্যসূত্রঃ এবিএন