নৌবাহিনীর জাহাজে আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ত্রাণসামগ্রী তুলছেন নৌ সদস্যরা।ওসধমব পধঢ়ঃরড়হ: নৌবাহিনীর জাহাজে আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ত্রাণসামগ্রী তুলছেন নৌ সদস্যরা।
ঘূর্ণিঝড় ‘আম্পান’পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীর ২৫টি জাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী যেকোন পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম, খুলনা ও মংলা নৌঅঞ্চলে নৌবাহিনীর ২৫টি জাহাজ প্রস্তুত রেখেছে বলে জানিয়েছে।
সেইসাথে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুরসহ উপকূলীয় দূর্গত এলাকাগুলোতে মোতায়েনের জন্য নৌ কন্টিনজেন্ট প্রস্তুত রাখা হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় দুর্গত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তথ্যসূত্রঃ এবিএন