সিরাজগঞ্জের সদর থানায় ১২ জন অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মে) দুপুরে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন এস এস রোড এবং বড় বাজার এলাকায় বেশ কয়েকটি মুদি দোকানে অভিযান পরিচালনা করেন।
এ অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ মোঃ মাহমুদুল হাসান রনি ও র্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার এম এম এইচ ইমরান।
এসময় মেয়াদ উর্ত্তীণ দ্রব্য সামগ্রী, মূল্য তালিকা নেই এবং দ্রব্য সামগ্রীর অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে এক্সজিকিউটিভ ম্যাজিষ্টেট সরকার অসীম কুমার এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন অপরাধে কারনে জরিমানা করা হয়।
জরিমানা কৃত ব্যক্তিদের ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮/৪০/৫১ এবং ৫৩ ধারায় সর্বমোট ১ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।