লাইভে এসে নোবেল বললেন, শুনলাম পেইজ নাকি হ্যাক হইছে? কই পেইজ তো হ্যাক হয়নি!
NewsDesk
সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ সংগীত শিল্পী মাঈনুল আহসান নোবেলের কিছু স্ট্যাটাস নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। তার ফলোয়ারদের অনেকেই দাবি করেছিল নোবেলের ভ্যারিফায়েড পেইজটি হ্যাক হয়েছে। কিন্তু নোবেল লাইভে এসে জানিয়ে গেলেন পেইজ হ্যাক হয়নি। অর্থাৎ যেসব স্ট্যাটাস নিয়ে বির্তক সৃষ্টি হয়েছে সেগুলো তিনি সজ্ঞানেই দিয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে তার ভ্যারিফায়েড পেইজ থেকে লাইভে এসে ‘সারেগামাপা’খ্যাত নোবেল বলেন, “কিরে ভাই, কী শুনলাম আমি, শুনলাম পেইজ নাকি হ্যাক হইছে? কই পেইজ তো হ্যাক হয়নি।”
এরপর ‘ড্যাম কেয়ার’ ভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখান এই তরুণ।
ভারতের সংগীত বিষয়ক রিয়েলিটি শো- ‘সারেগামাপা’তে অংশ নিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান বাংলাদেশের উদীয়মান সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। তখন তার গায়কীর প্রশংসায় মেতে উঠেন দুই বাংলার দর্শক। ফ্যান-ফলোয়ার সবই জুটেছে রাতারাতি। তবে নানা বিতর্কিত মন্তব্য ও স্ক্যান্ডালে জড়িয়ে নিন্দিত হতেও সময় নেননি নোবেল। বিশেষ করে জাতীয় সংগীত ও দেশের বেশ কয়েকজন সিনিয়র শিল্পীকে নিয়ে তার মন্তব্য ভালোভাবে নেয়নি অনেক মানুষ।
এবার বিতর্কিত কিছু স্ট্যাটাস দেখা গেছে নোবেলের ভ্যারিফায়েড