বাংলাদেশ ছেড়ে যাচ্ছে উবার ইটস। ২ জুন থেকে এ দেশে উবার ইটসের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে উবার।
তবে উবারের রাইড শেয়ারিং চালু থাকবে। কী কারণে উবার ইটস গুটিয়ে নেয়া হচ্ছে তা জানায়নি উবার কর্তৃপক্ষ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে উবার ইটস বন্ধের বিষয়টি জানিয়েছে উবার কর্তৃপক্ষ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহজ ও নির্ভরযোগ্য উপায়ে খাবার পৌঁছে দেয়ার এক বছর পর আমরা একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি।
আগামী ২ জুন থেকে বাংলাদেশে উবার ইটসের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।