জামালপুরে গত ২৪ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে এক ইউএনও সহ ১৩ জনের নমুনা পরীক্ষায় সংক্রামণ শনাক্ত হয়েছে। সোমবার রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ১১জন ও ময়মনসিংহ ল্যাবে ২জনের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।সোমবার(২৫মে) ওই ব্যক্তিদের দেহে করোনা পজিটিভ শনাক্ত নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে জামালপুর সদরে ৪, দেওয়ানগঞ্জ ১, সরিষাবাড়ী ৫, ইসলামপুরে ৩।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান সোহান জানান, সোমবার জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবের পরীক্ষায় ১১জন ও ময়মনসিংহ ল্যাবে ২জনের করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতাল ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা দিয়েছিল। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৩।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জামালপুরে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার পৌর এলাকার কিংজাল্লা গ্রামের সাড়ে তিন বছরের এক শিশু তার মা একজন স্বাস্থ্যকর্মী, পৌরসভার একই এলাকার একজন ২৮বছর বয়সী যুবক, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বারুয়াখালী জোকা গ্রামে ৬০ বছর