ঈদের দিন যুক্তরাষ্ট্রে আরও দুই বাংলাদেশির মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঈদের দিন নিউইয়র্কে আরও দু’জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার নিউইয়র্কে মারা গেছেন আরেক প্রবাসী। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২৩১ বাংলাদেশির প্রাণ ঝরলো করোনা মহামারিতে।

হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার সোমবার রাতে জানান, ঈদের দিন রবিবার জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্ট এলাকার মো. আবু আহসান (৭৪) এবং বাফেলোতে ইব্রাহিম হোসেন বাসিত (৫৬) মারা গেছেন। এর আগেরদিন শনিবার ফ্লাশিং হাসপাতালে মারা যান হাজী মজিবর রহমান (৭১)।

বিভিন্ন সূত্রে জানা গেছে যে, নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, মিশিগান, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া প্রভৃতি স্টেটে এখনও দুই হাজারের অধিক প্রবাসী চিকিৎসাধীন রয়েছেন। এদের বড় একটি অংশ রয়েছেন আইসিইউতে, যাদের বয়স ৬৫ বছরের অধিক। করোনা ছাড়াও নানা জটিল রোগে তারা ভুগছিলেন আগে থেকেই।

নিউইয়র্ক অঞ্চলের সবর্বহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র পক্ষ থেকে করোনায় মারা যাওয়া অসহায় প্রবাসীদের দাফনে শতাধিক কবরের জায়গা প্রদান করা হয়েছে বলেও জানান রহিম হাওলাদার। এছাড়া অ