হেরোইনসহ গ্রেপ্তার হয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ লঙ্কান পেসার

দেড় বছর আগে ২০১৮ সালে মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত্র ত্রিদেশীয় সিরিজে অভিষেক হয়েছিল তার। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে তারকা বনে যান শেহান মাদুশঙ্কা। সেই মাদুশঙ্কা সঙ্গে হেরোইন রাখার অভিযোগে এখন পুলিশী রিমান্ডে! তাকে  সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

আজ মঙ্গলবার এক বিবৃতিততে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে যে, 'জরুরিভিত্তিতে শেহান মাদুশঙ্কাকে সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করা হলো। অবৈধ মাদক বহন করার অভিযোগে তাঁকে আটক করা ও রিমান্ডে নেওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে এসএলসির পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বহিষ্কারাদেশ বহাল থাকবে।'

নিষিদ্ধ মাদক হেরোইন রাখা ও লকডাউন ভাঙার অপরাধে গত রবিবার শ্রীলঙ্কার পানালা শহর থেকে মাদুশঙ্কাকে আটক করেছে পুলিশ। লকডাউন ভেঙে এক বন্ধুকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মাদুশঙ্কা। পুলিশ সেই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে ২ গ্রাম হেরোইন পায়। এরপর দুজনকেই গ্রেপ্তার করা হয়।  স্থানীয় এক ম্যাজিস্ট্রেট তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে হাইকোর্টে তোলা হবে।

চলতি করোনাভাইরাস পরিস্থ