বোলারদের ‘মাস্ক’ পরে খেলার পরামর্শ মিসবাহর

পদ্ধতির পরিবর্তনটা একপ্রকার বাধ্যতামূলকই ছিল। অবশেষে বলে লালার ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে দীর্ঘদিনের অভ্যাস সহজে যাবে না বলে মনে করেন পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক। এজন্য বোলারদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি।

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে কিছুটা পরিবর্তন আসবে তা অনুমেয়ই ছিল। বিশেষ করে বলে থুতু বা লালার ব্যবহার। বলের পালিশ ঠিক রাখতে মুখের লালা বা থুতু ব্যবহার করেন ক্রিকেটাররা। এতোদিন আইসিসি সেটা বৈধ বলেই স্বীকৃতি দিয়েছে। তবে করোনার পর এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে লালা ব্যবহারের পুরনো প্রথা চালু থাকলে তা ভীষণ ঝুঁকি হয়ে দাঁড়াবে। এই ভাবনা থেকে আইসিসিও ক্রিকেট ফেরাতে যে নতুন গাইডলাইন দিয়েছে, তাতে থুতু বা লালা ব্যবহার নিষিদ্ধ করেছে। তবে এতোদিনের পুরানো অভ্যাস হঠাৎ করে বদলে ফেলা সহজ হবেনা বলে মনে করেন মিসবাহ।

অজ্ঞতা বোলাররা যাতে থুতু বা লালার ব্যবহার করতে না পারে এর জন্য একটু কৌশলী হবার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের হেড কোচ ও নির্বাচক। দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ বলেন, শুরুত