শাহজাদপুরে যমুনার তীরে নারীর অর্ধগলিত লাশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত ভাসমান লাশ পুলিশ উদ্ধার করেছে। উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গুদাড়াঘাটের পাশের যমুনা নদীতে বাঁশের সাথে আটকাপড়া অবস্থায় সোমবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে নিহতর লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরনে ধুসরের উপর কালো ছোট প্রিন্টের জামা, মেজেন্টা রংয়ের পায়জামা ও চুলের সাথে গোলাপী রংয়ের রাবার ব্যান্ড ছিল। তার জরায়ু বিকৃত হয়ে যাওয়ার বিষয়টি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে লাশটি উজান অথবা পাবনার বেড়া উপজেলার দিক থেকে ভেসে আসতে পারে। ফলে বিষয়টি বেড়া থানাকে অবহিত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।




সিরাজগঞ্জের শাহজাদপুরে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত ভাসমান লাশ পুলিশ উদ্ধার করেছে। উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া গুদাড়াঘাটের পাশের যমুনা নদীতে বাঁশের সাথে আটকাপড়া অবস্থায় সোমবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে নিহতর লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরনে ধুসরের উপর কালো ছোট প্রিন্টের জামা, মেজেন্টা রংয়ের পায়জামা ও চুলের সাথে গোলাপী রংয়ের রাবার ব্যান্ড ছিল। তার জরায়ু বিকৃত হয়ে যাওয়ার বিষয়টি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে লাশটি উজান অথবা পাবনার বেড়া উপজেলার দিক থেকে ভেসে আসতে পারে। ফলে বিষয়টি বেড়া থানাকে অবহিত করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।