ঈদের চাঁদরাতে অগ্নিকাণ্ডে নিঃস্ব তাড়াশের অটোচালকের পাশে দাঁড়িয়েছেন মানবতা ও পরিবেশবাদী মামুন বিশ্বাস। ক্ষতিগ্রস্ত সিরাজুলের পরিবারকে ফেসবুক থেকে সংগ্রহীত ২১ হাজার ১০০ টাকা নগদ অর্থ তুলে দেওয়া হয়। তাড়াশ উপজেলা সদর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিম পাড়া আজ বুধবার সকাল ১১ টায় সিরাজুলের কাছে টাকা হস্তান্তর তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ, মামুন বিশ্বাস, সোহেল রানা, মিলু ভাই ও সবুজ বিশ্বাস।
এছাড়াও ঈদের দিন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ ক্ষতিগ্রস্ত সিরাজুলের পরিবারকে কিছু নগদ অর্থ তুলে দেন।
গতকাল ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলামের বাড়ি পরিদর্শন করেন (রায়গঞ্জ- তাড়াশ -সলঙ্গার) অধ্যাপক ডাঃ মোঃআব্দুল আজিজ এমপি মহোদয়। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান সহ দ্রুত তার একটি নতুন ঘর ও একটি অটোভ্যান কিনে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, ঈদের আগে আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিম পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সিরাজুল ইসলামের ব্যাটারী চালিত অটো, আসবাবপত্র, ধান, চাল পুড়ে যায়।