ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয় পেলে শিরোপা দৌড় জমিয়ে তুলতে পারত বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু গুরুত্বপূর্ণ এ ম্যাচে জ্বলে উঠতে পারেননি ডর্টমুন্ডের অস্ট্রিয়ান স্ট্রাইকার এরলিং ব্রট হালান্দ। জালের দেখা পাননি বায়ার্নের গোলমেশিন রবার্ট লেভানদভস্কিও।
তবে জশুয়া কিমিচের একমাত্র গোলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টানা সাতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন। আর এই জয়ে টানা অষ্টম শিরোপা জয়ের পথে অনেকখানি পথ এগিয়ে গেল বায়ার্ন। তালিকার দুইয়ে থাকা ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াল ৭। ২৮ ম্যাচে ২০ জয় ও চার ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল বায়ার্ন। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট অর্জন করেছে ডর্টমুন্ড।
ম্যাচের জয়সূচক একমাত্র গোল আসে ৪৩ মিনিটের মাথায়। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক চিপে বায়ার্নকে এগিয়ে নেন জশুয়া কিমিচ। ডর্টমুন্ডের সুইস গোলরক্ষক রোমান বুর্কি খানিকটা এগিয়ে ছিলেন। কিমিচের চিপে পিছিয়ে গিয়ে হাত লাগান বটে, কিন্তু রুখতে পারেননি।