আগামী কয়েকদিনে করোনা পরিস্থিতি কঠিন হবে: কাদের

দেশে আগামী কয়েকদিনে করোনা পরিস্থিতি আরো কঠিন হবে জানিয়ে সাবধানতা অবলম্বন করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (২৭ মে) দুপুরে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা উদ্বোগের সঙ্গে লক্ষ‌্য করছি, অধিকাংশ মানুষের মাঝে ধৈর্য‌্য শৃঙ্খলার ঘাটতি দেখা যাচ্ছে।  অনেকে স্বাস্থ‌্যবিধি মেনে ঘরে অবস্থান করলেও অনেকেই এসব কানে তুলছে না। স্বাভাবিক সময়ের মতো ঘোরাফিরা করছেন। হাটে বাজারে ভিড়ে সমাগমে অংশ নিচ্ছেন। স্বাস্থ‌্যবিধি সামাজিক দূরত্ব মেনে চলছেন না।’

‘এই উদাসীনতা নিজ ও আশপাশের জন‌্য ভয়াবহ বিপদ ডেকে আনছেন।  অবনিত ঘটাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ উদ‌্যোগের।  শহরে গ্রামে সর্বত্র সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।  কাজেই দয়া করে আসুন সবাই সচেতন হই।  স্বাস্থ‌্যবিধি সামাজিক দূরত্ব মেনে চলি।  কারণ প্রতিকার সমাধান নয়।  এই ভাইরাস থেকে বাঁচতে সুরক্ষা পেতে প্রতিরোধের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, একজনের সামন‌্যতম শৈথিল‌্য তার নিজ পরিবার এবং পাশ্ববর্তী সবার জন‌্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। ঈদের প্রাক্কালে