শ্রীপুরে ধর্ষণের ভিডিওচিত্র ফেসবুকে, কিশোর গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিমখন্ড গ্রামের মাওনা চৌরাস্তা এলাকায় এক কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

গত মঙ্গলবার রাতে কিশোরীর পিতা দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর তা মামলা হিসেবে রুজু করেন শ্রীপুর থানা পুলিশ। এদিকে বুধবার দুপুরে উপজেলার বরমী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিকটিম কিশোরী (১২) স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। অভিযুক্ত কিশোরদের একজনের বয়স ১৪ বছর, তার বাড়ী গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অপরজনের বাড়ী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়, তার বয়স ১৫ বছর। কিশোরী ও কিশোরদের পরিবার মাওনা চৌরাস্তা এলাকায় ভাড়া থেকে জীবিকা নির্বাহ করতো।

কিশোরীর স্বজনরা জানান, পাশাপাশি বাড়িতে ভাড়া থাকার সুবাদে কিশোর ও কিশোরীর মধ্যে পরিচয় গড়ে উঠে। গত ১১ মে কিশোরের ভাড়া বাড়ী ফাঁকা থাকার সুবাদে কিশোরীকে ফুসলিয়ে ডেকে নিয়ে যায় অভিযুক্ত ১৪ বছর বয়সী কিশোর। পরে