২ দিন নদীতে ভেসে থাকার পরে তরুণীর মরদেহ দাফন



ট্রাকের কেবিনে ১৬ ঘণ্টা থাকার পর ময়না তদন্ত হয়ে দুইদিন তিস্তা নদীতে ভেসে পুলিশের সহযোগিতায় হয়েছে দাফন। রংপুরে এক গার্মেন্টস কর্মীর মরদেহের সাথে সাথে এমনই পৈশাচিকতা হয়েছে।পুলিশ, পরিবার এবং ট্রাক চালক ও হেলপার সূত্র মতে, গত ২১ মে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় টঙ্গীর হারিকেন এলাকা থেকে মাহমুদা আক্তার মৌসুমী নামের গার্মেন্টস কর্মীকে রংপুরে বাড়িতে পৌছে দেবার জন্য ট্রাকের কেবিনে উঠায় চালক আজিজুল ও হেলপার রতন। লালমনিরহাটের বুড়িমারীর শফিকুল ইসলাম নামের আরেক ড্রাইভার তাদের ওই তরুণীকে বাড়িতে পৌছে দেবার অনুরোধ জানায়। এরপর তাকে নিয়ে ঢাকায় গাউছিয়া হয়ে মুন্সীর পাম্পে গিয়ে ট্রাকে গরুর মশারি ভর্তি করে রংপুরের উদ্দেশে রওনা দেয় তারা। পথিমধ্যে আব্দুল্লাহপুরে এসে ওই ট্রাকে ওঠে চালক আজিজুলের ভাতিজা বদি মিয়া।

কিন্তু চান্দুরা এলাকা পার হওয়ার পর ভাতিজা বদি জানায় যে মেয়েটি মারা গেছে। তারপর ২২ মে শুক্রবার সকাল সাতটায় রংপুর ক্যাডেট কলেজের সামনে এসে ট্রাকটি দাঁড় করায় চালক আজিজুল। এরই মধ্যে লাশটি নিয়ে শুরু হয় নজীরবিহীন নিষ্ঠুরতা। মেয়েটির পৈত্রিক নিবাস লালমনিরহাটের বুড়িমারী ইউনিয়ন পরিষদের চ