পাটগ্রামে বুড়িমারী ইউনিয়নে ২৫০০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন ইউপি চেয়ারম্যান

উপজেলার বুড়িমারী ইউনিয়নে বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেওয়াজ নিশাতের নিজস্ব উদ্দ্যোগে ২৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

ঈদ খাদ্য সামগ্রীতে ছিলো- চাল, মুরগী ১ টা, আঠা ১ কেজি, লাচ্চা সেমাই ১ কেজি, তেল ৫০০ গ্রাম, মসলা ২০০ গ্রাম, পিয়াজ ৫০০ গ্রাম ও মুরি ৫০০ গ্রাম। নেওয়াজ নিশাত বলেন, বর্তমানে দেশের করোনা পরিস্থিতিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

এ ক্লান্তিলগ্নে অসহায় মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করছি।এ সময় তিনি আরো বলেন, করোনা সংক্রামন রোধে স্বাস্থ্য বিভাগ ও সরকারী নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।