সিরাজগঞ্জে আরও এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত

নতুন করে করোনায় আক্রান্ত ওই পুলিশ সদস্য জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত রয়েছেন। এ নিয়ে জেলায় মোট চার পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো।

বুধবার  (২৭ মে) রাতে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম পুলিশ সদস্যের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ থেকে ৬৫ জনের নমুনা রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ জন পুলিশ সদস্য রয়েছে। রিপোর্টে এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হলেও অন্য৬৪ জনের ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি আরও বলেন, 'আক্রান্ত পুলিশ সদস্যকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।