ডা. মোজাহেরুল হক। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পড়াশোনার পাট চুকিয়ে সরকারি চাকরিতে বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যাপনা করেছেন। সেন্টার ফর মেডিকেল এডুকেশন ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন তিনি। ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল অ্যাডভাইজার হিসেবে অবসর গ্রহণ করেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান থেকে প্রথম স্নাতকোত্তর ডিগ্রি নেন। পড়াশোনা করেন লন্ডন হসপিটাল মেডিকেল কলেজ এবং পরবর্তী সময় যুক্তরাজ্যের ড্যান্ডি বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে ইউনেস্কোর মাস্টার ট্রেইনার হিসেবে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ইথিকস বিষয়ে পড়াচ্ছেন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কর্মরত। এটি বিশ্বে চিকিৎসাশিক্ষার মান নির্ধারণ ও মান তদারকি সংস্থা। দেশের করোনা পরিস্থিতিতে করণীয় বিষয়ে জনপ্রিয় একটি দৈনিকের সঙ্গে কথা বলেন তিনি। তা হুবহু তুলে ধরা হলো-
করোনা মোকাবেলায় আমাদের বর্তমান অবস্থান সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত ৮ মার্চ। এর পর থেকে আমাদের টেকনিক্যাল পারসন, বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ভাইরোলজিস্টরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরামর্শ সরক