রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য সংকট দেখা দিচ্ছে। এই সংকট দূরীকরণে সরকারের পাশাপাশি অনেক রাজনৈতিক সংগঠন এগিয়ে এসেছে। সাথে সাথে তরুণদের বিরাট একটা অংশ সেবায় নিয়োজিত হয়েছে।

যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী  মোঃ জাহিদ আহসান রাসেল ২৭ মে ২০২০ যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ঢাকা সহ বিভিন্ন জায়গার ১৭ টি স্পটে করোনার কারণে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের জন্য ভার্চুয়াল পদ্ধতিতে একযোগে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠক বৃন্দ ঊপস্থিত থেকে প্রত্যেকটি স্থানে আমার সাথে ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধনে অংশগ্রহন করেন পাশাপাশি স্ব স্ব স্থানে তারা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই কার্যক্রম চলমান থাকবে।

এতে করে অসহায় মানুষের পাশে থাকছে যুব সমাজ। খাবার পেয়ে যুব অধিদপ্তরকে ধন্যবাদ জানায় অসহায় মানুষজন।