বদলে যাচ্ছে বিমান, পানি ছাড়া দেয়া হবে না কোন নাস্তা

বিমানে পানি ছাড়া দেয়া হবে না কোন নাস্তা বা খাবার। বহন করা যাবে না হাতব্যাগ। দুই সিটে একজন বসতে পারবেন। তারও আগে শরীরে তাপমাত্রাসহ তিনটি বিষয় লিখিত দিয়েই প্লেনে উঠতে হবে যাত্রীদের।

এমন নানা নিয়ম কানুনের মধ্যে দিয়েই বদলে যাচ্ছে দেশের আকাশ পথের যোগাযোগ ব্যবস্থা। ১ মে থেকে ঢাকাসহ চারটি বিমানবন্দরের নতুন রুপে স্বাস্থ্য ব্যবস্থাপনায় শুরু হচ্ছে অভ্যন্তরীন রুটের যাত্রী পরিবহন।

শুধু বিমানের ভেতরেই নয়, বিমানবন্দরেও বদলে যাচ্ছে চিরচেনা পরিবেশ। প্রবেশের পর চেকইনে গায়ে গায়ে লাগা দীর্ঘ লাইন, স্বজনদের জটলা, কিংবা নানা কারণে অপেক্ষমান যাত্রীদের ভিড়সহ সবকিছুর হয়তো আর দেখা মিলবে না বিমানবন্দরে।

এছাড়া আরও বলা হচ্ছে মাস্ক ছাড়া ঢুকতেই পারবেন না যাত্রীরা। সাবান দিয়ে হাত ধুয়ে বা স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত হয়েই প্রবেশ করতে হবে টার্মিনালে। ভেতরে চেকইন, কাউন্টারের আনুষ্ঠানিকতার ক্ষেত্রেও থাকবে সামাজিক দূরত্ব। অপেক্ষার সময় বসতে হবে নির্ধারিত দূরত্ব বজায় রেখে।

ইউএস বাংলা এয়ারলাইনসের মহা ব্যবস্থাপক (পিআর) কামরুল ইসলাম জানান, এসব নিয়ম মেনেই প্রস্তত বেসরকারি এয়ারলাইনস গুলো। যাত্রী আকর্ষণ এবং তাদের আশ্বস্ত করত