নির্দেশ অমান্য : স্ত্রীকে নির্যাতনের পর মাথার চুল কেটে দিল স্বামী
NewsDesk
নওগাঁর সাপাহারে স্বামীর অনৈতিক হুকুম অমান্য করায় জেসমিন (৩০) নামের এক গৃহবঁধুকে অমানুষিক নির্যাতন চালিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে তার লম্পট স্বামী। এ অমানবিক ঘটনার মূল হোতা গৃহবধূর স্বামী রফিকুল ইসলাম (৪০) ও শাশুড়ি রাজিয়া বেগম (৭০) বর্তমানে পলাতক রয়েছে।
এলাকাবাসী ও নির্যাতনের শিকার গৃহবধূ সূত্রে জানা গেছে, উপজেলার হাপানিয়া বেলডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে রফিকুল ইসলামের সাথে প্রায় এক বছর পূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাঁনপুর সাহেব গ্রামের নূরল ইসলামের মেয়ে জেসমিন বেগমের বিয়ে হয়। বিয়ের পর অল্প কিছু দিন তাদের দাম্পত্য জীবন ভালো ভাবে কেটেছে। দিনে দিনে ওই সংসারে তিক্ততা বাড়তে থাকে কারণে-অকারণে। এমনকি স্বামী ও শাশুড়ি মিলে জেসমিনের ওপর শারীরিক, মানসিক ভাবে নির্যাতন চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৩ মে শনিবার ওই গৃহবধূকে দিয়ে গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপবাদ রটানোর জন্য স্বামী রফিকুল ইসলাম নির্দেশ দেয়। একজন নিরাপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া মোটেও ঠিক হবে না ভেবে ওই গৃহবধূ স্বামীর নির্দেশ উপেক্ষা করে। এ কারণে রফিকুল ও তার মা মিলে জেসমিনের