সিলেটের সাবেক মেয়রের স্ত্রী আসমা কামরানের করোনা

সিলেট নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী।

গতকাল বুধবার ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

গতকাল সিলেটের দু’টি ল্যাবে ৪৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২ জন ও শাবিপ্রবির ল্যাবে ৬ জনের করোনা শনাক্ত হয়।

স্ত্রী করোনায় আক্রান্ত হলেও বদর উদ্দিন আহমদ কামরানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

সূত্রঃ কালের কন্ঠ
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।