ভার্চ্যুয়াল কোর্টে ১০ কার্যদিবসে ২০৯৩৮ জনের জামিন




দেশের একটি ভার্চ্যুয়াল কোর্টের কার্যক্রম। ছবি ময়মনসিংহের কোর্ট থেকে সংগৃহিত।




সুপ্রিম কোর্টের নির্দেশে সারাদেশের সব নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে ১০ কার্যদিবসে শিশুসহ ২০ হাজার ৯৩৮ জনকে জামিন দেওয়া হয়েছে। এই সময়ে সারা দেশে ৩৩ হাজার ২৮৭টি জামিনের আবেদন নিষ্পত্তি করে এই জামিন মঞ্জুর করা হয়েছে।সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১১ মে থেকে জামিন শুনানি শুরু হয়। সর্বপ্রথম ওই দিন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে একটি জামিন আবেদনের ওপর শুনানি শেষে এক আসামিকে জামিন দেওয়া হয়। ১২ মে ২২০টি আবেদনের ওপর শুনানি শেষে ১৪৪ জন, ১৩ মে ১১৮৩টি আবেদনের ওপর শুনানি শেষে ১০১৩ জন, ১৪ মে ২৪৩৪টি আবেদনের ওপর শুনানি শেষে ১৮২১ জন, ১৭ মে ৪৬৬৪টি আবেদনের ওপর শুনানি শেষে ৩৪৪৭ জন এবং ১৮ মে ৫৭৩০টি আবেদনের ওপর শুনানি শেষে ৩৬৩৩ জন, ১৯ মে ৬৫১৬টি আবেদনের ওপর শুনানি শেষে ৪০৪২ জন, ২০ মে ৭৬৩১টি আবেদনের ওপর শুনানি শেষে ৪৪৮৪ জন, ২৭ মে ১৮৫৬টি আবেদনের ওপর শুনানি শেষে ৮৭৬ জন এবং ২৮ মে ৩০৮২টি আবেদনের ওপর শুনানি