কোভিড-১৯ বা করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও অসহায় হয়েপড়া মানুষের মাঝে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী নিয়ে প্রতিনিয়ত হাজির হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফী।
বাংলাদেশ প্রথম করোনারোগী শনাক্ত হয় ৮ ই মার্চ এখন পর্যন্ত সরকারি ছুটির ঘোষণা চলছে। এই দীর্ঘ সময়ে কোন কাজকর্ম ব্যবসা-বাণিজ্য না থাকায় ঢাকা নগরীতে অসংখ্য মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফী কখনো সংগঠনের ব্যানারে,কখনো নিজ উদ্যোগে, কখনো সরকারি সহযোগিতা সহ নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন হাত ধোয়ার সাবান, ডিটারজেন্ট, জীবাণুনাশক স্প্রে, ঈদ উপলক্ষে পোশাক সরবরাহ করছেন। খাদ্যদ্রব্যের মধ্যে চাল, ডাল, লবন, তেল, চিনি, আটা, পিয়াজ প্রভৃতি বিদ্যমান থাকছে।
গত ২১ শে মার্চ ৩৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসচেতনামূলক তথ্য সম্বলিত হ্যান্ড বিল এবং হ্যান্ডওয়াশ বিতরণ কার্যক্রমের মধ্যদিয়ে করোনা ভারাস প্রতি